E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে গণপূর্ত বিভাগের পরীক্ষাগার উদ্বোধন

২০২৫ মার্চ ১৮ ১৯:১০:২৭
ফরিদপুরে গণপূর্ত বিভাগের পরীক্ষাগার উদ্বোধন

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে গণপূর্ত বিভাগের উদ্যোগে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণ সামগ্রী পরীক্ষারগার উদ্বোধন করা হয়েছে। ল্যাবটি দ্বারা এই বিভাগের অধিনে থাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষারগারটি পরিদর্শন করেন। এর আগে গণপূর্ত বিভাগের অধিনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীকে জনকল্যাণমুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজকে আন্তরিকতার সাথে দেখতে হবে। আমরা যে বিরাট ক্ষমতাবান এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটা ক্ষেত্রে অবদান রাখতে চাই।

উন্নয়নমূলক কর্মকান্ডে কোনো অনিয়ম চলতে দেওয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন- গণপূর্ত বিভাগে কোন প্রকার অনিয়ম চলবেনা। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারণে যে গণভোগান্তি হবে, সেটার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায় নিতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারিনা, যে কারণে কিছু সমস্যা হয়ে থাকে। এখন আমরা আর সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করবো। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।

মতিবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রামণ্যচিত্র তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগ। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জোনের এসি তত্ত্বাবধায়ক প্রধান প্রকৌশলী বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে পরীক্ষাগার উদ্ভোদন উপলক্ষে বৃক্ষরোপণ করেন গণপূর্ত বিভাগের কর্মকর্তাগণ।

(আরআর/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test