E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

২০২৫ মার্চ ১৮ ১৯:০৬:৫৯
সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির ঘটনায় দুই ডাকাত সদস্যকে আটক করেছে এলাকাবাসী। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতদের আটক করে গ্রামবাসী। পরে আজ মঙ্গলবার সকালে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

উল্লেখ্য যে,গত রবিবার রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতরা চার ভড়ি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ বাইশ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের কাজে বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌর এলাকায় আতংক বিরাজ করছিল। এরই সূত্রধরে পৌরবাসী গতকাল ১৮ মার্চ রাত আনুমানিক দেড়টায় দিকে ডাকাত দল আবারও এলাকায় এসেছে এমন খবর পেয়ে মুঠোফোন ও অনলাইনে সকলকে সতর্ক করা হলে এলাকাবাসী সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) পিতা নায়েব আলী, ইমন মিয়া(২৪) পিতা পোকার হোসেনকে আটক করে। সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা এবং উভয়ের গ্রাম রাইজদিয়া, সোনারগাঁ পৌরসভা। আটকের পর জিজ্ঞেস করলে দুইজনই স্বীকারোক্তি দেয় গত রবিবার রাতে মামুনের বাড়ির ডাকাতির ঘটনাটি তারাই করেছিল। এলকাবাসী পরবর্তীতে এদেরকে সোনারগাঁ থানা পুলিশের হাতে সোপর্দ কালে প্রশাসনের কাছে দাবি করেন তাদের বাকি সদস্যদেরকে যেন দ্রুত আটক করে আইনের আওতায় আনা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, ঘটনাস্থল থেকে দুইজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে।

(এনকেএস/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test