E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো সোনারগাঁ ওয়েল ফেয়ার লন্ডন ইউকে সংগঠন

২০২৫ মার্চ ১৮ ১৮:১৪:২০
হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো সোনারগাঁ ওয়েল ফেয়ার লন্ডন ইউকে সংগঠন

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : ইংল্যান্ডের লন্ডনে অবস্থানরত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "সোনারগাঁ ওয়েলফেয়ার লন্ডন ইউকে'র" উদ্যোগে সোনারগাঁয়ের প্রায় ৪ শত গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে মোগড়াপাড়া বাজার থেকে উপজেলার জামপুর, শম্ভুপুরা, মোগড়াপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ, পৌরসভার ৪ শত গরিব ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ, ডাল, ভোজ্য তৈল, পোলাও চাল, সেমাই ও ছোলা প্রদান করা হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে হত দরিদ্রের মাঝে "সোনারগাঁ ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে" সংগঠনটির বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক সংগঠন লন্ডনস্থ "সোনারগাঁ ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সভাপতি মামুন কবির বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে সবাই নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি পবিত্র রমজান মাস সমাজের দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোয় "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সকল সদস্যদের ধন্যবাদ জানান।

প্রবাসীদের ঐক্যবদ্ধ এমন সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করে এলাকাবাসী জানান, যে কোন উৎসব অনুষ্ঠান কিংবা দূযোর্গ ও দূঃসময়ে "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সহযোগিতা পেলে গ্রামের দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।

জানা যায়, "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে" নিয়মিত সহায়তার পাশাপাশি আগামীতে বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানামুখী ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। যা বাস্তবায়ন হলে এলাকার হতদরিদ্র পরিবারের সংখ্যা কমার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটবে।

(এসবি/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test