E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আহবায়ক মালেক, সদস্য সচিব তুহিন

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

২০২৫ মার্চ ১৮ ১৭:৫১:৪২
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

একে আজাদ, রাজাবাড়ী : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় নতুন এ কমিটিতে ৫১ সদস্যের তালিকা ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে আহবায়ক হিসাবে মোঃ আব্দুল মালেক খান ও সদস্য সচিব হিসাবে তুহিনুর রহমানের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জান্নাতুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মতিয়ার রহমান খান মিজান, সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান, শহিদ পাল, সাব্বির হোসেন, মাসুদ রানা, আবু তালেব, হারুন অর রশীদ হারুন, মোঃ ফজলুল হক, মোঃ জহুরুল ইসলাম, মোঃ নয়ন দেওয়ান, জিয়াউর রহমান জিয়া।

সদস্যরা হলেন, মীর একরাম আলী বাবু, শিহাব চৌধুরী, হামিদ পাটোয়ারি, এ্যাড. মাসুদুর রশিদ, মেহেদী হাসান রনি, ফরিদুল ইসলাম ফরিদ, পার্থ কুমার কুণ্ডু, হুমায়ন কবির, কামাল বিশ্বাস ক্লাইভ, ওমর ফারুক মিয়া, আব্দুল মমিন মোল্লা, নজরুল বিশ্বাস, উজ্জল মন্ডল, মোঃ শফিউল আলম, মোঃ রুবেল সরদার, মোঃ সাঈদ শেখ, একরামুল হক বিপ্লব, রেহানা রানু, মোঃ মাসুদ শেখ, রাকিবুল হাসান মানিক, মোঃ মারুফ হোসাইন, উজ্জ্বল হোসেন, মোঃ রনিউজ্জামান বাপ্পী, নাহিদুল ইসলাম মানিক, খবির সরদার, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ নাসিরুদ্দিন নাসির, মোঃ ফারুক হোসেন, সুব্রত সরকার, সিরাজুল ইসলাম বাবু, ওহিদুজ্জামান ওহিদ, আনিসুর রহমান সেলিম, মোঃ নুরুল ইসলাম, মোঃ ফরিদ শেখ, মোঃ পিরুল মাহমুদ, মোঃ সামসুল আলম শাকিল।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজবাড়ী জেলার প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় করা হবে। নতুন কমিটির নেতারা শীঘ্রই পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

(একে/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test