E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এতিম শিশুদের সাথে ডিসির ইফতার, দিলেন উপহার

২০২৫ মার্চ ১৮ ১৭:৪৯:২৮
এতিম শিশুদের সাথে ডিসির ইফতার, দিলেন উপহার

একে আজাদ, রাজবাড়ী : সারাদেশে মানবিক ডিসি হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ৮২ এতিম শিশুদের নতুন পায়জামা-পাঞ্জাবি উপহার দিয়েছেন। গতকাল সোমবার জেলার ফতুল্লা থানাধীন মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের গিয়ে তাদের সঙ্গে ইফতারও করেছেন।

অনাথ আশ্রমে বেড়ে ওঠা এই শিশুরা জেলা প্রশাসককে কাছে পেয়ে ক্ষণিকের জন্য হলেও ভুলে গিয়েছিল তাদের মা-বাবা হারানোর বেদনা। জেলার অভিভাবক জাহিদুল ইসলামও শিশুদের সঙ্গে ইফতারের পূর্বে খোশমেজাজে কথা বললেন দীর্ঘক্ষণ। প্রতিটি খাবার টেবিলে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি,তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না। যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে,তারা এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে।’

জেলা প্রশাসকের কাছে নিজেদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার জন্য গিটারসহ কিছু সরঞ্জামের আবদার করেন মং ক্য চিং নামের একজন এতিম। আলমগীর হোসেন নামের আরেজন এতিম শিশু তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানে কয়েকটি ল্যাপটপ দরকার বলে জানায়। জাহিদুল ইসলাম তাদের সবার আবদার ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত গিটার ও কিছু ল্যাপটপ প্রদানের আশ্বাস দেন। ডিসি জাহিদুল সবাইকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

(একে/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test