E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলবাড়ীয়ায় চোরাই গরুসহ ৬ চোর গ্রেপ্তার

২০২৫ মার্চ ১৮ ১৭:৩১:৫১
ফুলবাড়ীয়ায় চোরাই গরুসহ ৬ চোর গ্রেপ্তার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে থানার চুরি যাওয়া একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফকৃতরা হলেন- ছালেক আকন্দ ওরফে মালেক (৪৯), সাজেদুল ইসলাম সবুজ আকন্দ (২৬), মোস্তফা কামাল (৩০), তোজাম্মেল হক ওরফে তোজা (৩৮), মিনারুল ইসলাম (৩০), রেজাউল করিম (৪২)।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা আয়তনে বিশাল এলাকা হলেও বর্তমানে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক নির্দেশনায় ফুলবাড়িয়া থানা পুলিশ দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার সহ স্থানীয় মানুষের সহযোগিতায় আইনশৃংখলা পরিস্থতির উন্নয়নে দিনরাত পরিশ্রম করে প্রভূত উন্নয়ন সাধন করার চেষ্টায় সুফল বয়ে এনেছে। যার ফলশ্রুতিতে একের পার এক চুরি, ছিনতাই, মাদকের আসামি গ্রেপ্তার ও আইনের হেফাজতে প্রেরণ করে চলেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন আরও বলেন, একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার পূর্বক গত সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলায় সকল ধরনের অপরাধমূলক কাজ বন্ধে অভিযান অব্যাহত আছে বলেও তিনি আশ্বস্থ্য করেন।

(এনআরকে/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test