E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিককে দেখতে গেলেন জেলা প্রশাসক

২০২৫ মার্চ ১৭ ২৩:৩৫:২৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিককে দেখতে গেলেন জেলা প্রশাসক

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : জেলা প্রশাসকের চত্বর থেকে গাড়ি ছুটে চলেছে। গাড়ির ভিতরে দারুণ উৎসাহ নিয়ে বসে আছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। গন্তব্য পুরাতন কসবার টালিখোলা এলাকা। টালিখোলার একটা বাড়িতে বসবাস করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ল্যান্স কর্পোলাল (আবসর প্রাপ্ত) মো. সামছুদ্দিন।

তিনি একাধারে ব্রিটিশ আর্মি, পাকিস্তান আর্মি ও বাংলাদেশ সেনাবাহিনিতে চাকুরি করেছেন। জীবনের শেষ সময়ে এসে সামছুদ্দিন নাতিছেলে বোরহান উদ্দীনদের বাসায় কাটাচ্ছেন তিনি। এই খবর পেয়েছেন জেলা প্রশাসক । দুপুরে খবর পেয়েই ছুটে গেছেন তিনি। কাউকে কিছু না বলেই মো. সামছুদ্দিনের ঘরে প্রবেশ করেন জেলা প্রশাসক। পাশেই বসে আবেগে আপ্লুত হয়ে মাথায় হাত বুলাচ্ছেন। কুশল বিনিময় করছেন। দীর্ঘ সময় কথা বলার পর হাতে তুলে দিলেন উপহার সামগ্রি। ইদে নতুন পোষাক কেনার জন্য নগদ অর্থও তুলে দিলেন। পরে দোয়া নিলেন বিশ্বযুদ্ধের সৈনিকের থেকে।

সামছুদ্দিনের নাতিছেলে বলেন, জেলা প্রশাসক খবর পেয়ে আমাদের বাসায় এসেছেন। আমরা অনেক খুশি। উনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার পরও উনি আমার নানাভাইয়ের খবর নিয়েছেন।

এই ঘটনায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে ৭ জন ব্রিটিশযোদ্ধা রয়েছে। তার মধ্যে আমাদের যশোরে একজন আছেন। উনার বয়স শতবছর। আমি আজই জানতে পেরেছি আমাদের যশোরে এমন একজন মানুষ রয়েছে। খবর পেয়েই আমি উনাকে দেখতে এসেছি। নিজেকে ধন্য মনে করছি উনার সাথে দেখা করতে পেরে। আমরা উনার সম্পর্কে জেনেছি। উনি একজন যোদ্ধা ছিলেন। একাধারে তিনটা ভিন্ন ভিন্ন দেশের অধীনে থেকে সেনাবাহিনীতে কাজ করেছেন। আমাদের যশোরে ১০ জন ব্রিটিশ সৈনিকের স্ত্রী বেঁচে আছেন। আমরা চেষ্টা করবো উনার পাশে থাকার।

(এসএমএ/এএস/মার্চ ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test