E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে অব্যাহতি

২০২৫ মার্চ ১৭ ১৯:৩১:৩৭
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে অব্যাহতি

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রবিবার (১৬ মার্চ) দিনগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৪ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠনে থাকা দায়িত্ব থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান ও জেলা শাখার সদস্য সুমন আহমেদ। এছাড়াও গত ২৫ ফেব্রুয়ারী অনুমোদনকৃত কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিলের সদস্য পদ বাতিল ও সংগঠনে থাকা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ বিষয়ে কথা বলতে অব্যাহতি প্রাপ্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

এরআগে, গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- জাতীয় নাগরিক পার্টির সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেন প্রমুখ।

এ ঘটনার জেরে সংগঠন থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলেও এমন গুঞ্জন রয়েছে।

(এমজে/এসপি/মার্চ ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test