E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ফ্রেন্ডশিপ হস্তশিল্পের বিক্রয় ও কেন্দ্রে উদ্বোধন

২০২৫ মার্চ ১৭ ১৭:৩৯:০৯
কাপ্তাইয়ে ফ্রেন্ডশিপ হস্তশিল্পের বিক্রয় ও কেন্দ্রে উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কেপিএম গেইট সংলগ্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের তৈরি ফ্রেন্ডশিপ হস্তশিল্পের বিক্রয় ও কেন্দ্রে শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালের দিকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম প্রোগ্রামে ম্যানেজার বিজয় মারমা সঞ্চালনায় খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবির খিয়াং সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন, কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর গ্রামীণ হস্তশিল্পের উন্নয়নে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে খুবই স্বল্প সুধে ঋণ বিতরণ করে কর্মসংস্থানের ব্যবস্থানে সহযোগিতা করে আসছে। আজকের ফ্রেন্ডশিপ হস্তশিল্পের বিক্রয় ও কেন্দ্রে উদ্বোধনের মাধ্যমে কাপ্তাই উপজেলায় নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাঙ্গামাটি জেলার মধ্যে এই রকম একটি সুন্দর রুপের রাণী কাপ্তাই উপজেলা হিসেবে আছে আকর্ষণীয় ও ইতোমধ্যে দেশের সর্বত্র সুনাম কুড়িয়েছে। এখানকার আদিবাসীদের তৈরি হস্তশিল্পের যথেষ্ঠ চাহিদা রয়েছে দেশব্যাপী।

খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা: প্রবীর খিয়াং বলেন, আমরা নারীদের কর্মসংস্থানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি, তারই অংশ হিসেবে আজকে আমরা এই এলাকায় ফ্রেন্ডশিপ হস্তশিল্পের বিক্রয় ও কেন্দ্রে শুভ উদ্বোধন করলাম যাকে এখানকার উদ্যোক্তা নারীরা এখানে তাদের তৈরি কৃত জিনিসপত্র বিক্রয় করতে পারবে। তিনি আরো বলেন, আমরা মনে করি এটা নারীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামে প্রোগ্রাম ম্যানেজার বলেন, কাপ্তাইয়ে এলাকায় পর্যটকদের আগমন যাতে আরো বেশি ঘটে এবং এখানকার হস্তশিল্প যাতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার জন্য কম্প্রিয়েনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও খ্রীষ্টিয়ান হাসপাতাল বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রাখবে। কম্প্রিয়েনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামে স্টাফ, এলাকায় সুশীল সমাজ, নারী সমিতির সভানেত্রীগণ, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test