E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

২০২৫ মার্চ ১৬ ১৯:৫৩:২৯
ফরিদপুরে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি : সারাদেশে ধর্ষণ, নিপীড়ন, সহিংসতা ও বিচার বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফরিদপুরের ছাত্র জনতা।

আজ রবিবার সকালের দিকে ফরিদপুর প্রেসক্লাব থেকে ছাত্র জনতার বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে শহরের কোর্ট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্ত, সৌরভ হোসেন, মো. সোহেল রানা, কাজী জেবা তাহসিন ও সানজিদা স্বাগুতা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তনু থেকে আছিয়া এখনো কারো বিচার নিশ্চিত করা হয়নি। বর্তমানে নারীরা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেলা করতে পারছে না। তারা আইনজীবিদের উদ্যোশে বলেন, আপনারা ধর্ষকের পক্ষে কেউ মামলা পরিচালনা করবে না। ধর্ষকদের হাত থেকে পরিবার ও সমাজকে রক্ষা করা সকলেরই দায়িত্ব। অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অপরদিকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে 'নারী ও শিশুর প্রতি সহিংসতা, বন্ধ করুন এখনই' ¯ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এ সময় সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়ের সভাপতিত্বে ও সদস্য শিপ্রা গোস্বামী সঞ্চালনায় বক্তব্য রাখেন, সনাকের সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, সহ-সভাপতি সাংবাদিক পান্না বালা, সদস্য মুন্নি আক্তার, অধ্যাপক মাহবুব হক, জাহিদ হোসেন শান্ত প্রমুখ।

(টিইউ/এসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test