E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় রেন্টি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

২০২৫ মার্চ ১৬ ১৯:২৭:১২
সালথায় রেন্টি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার জাকারিয়া মোল্যা (২৮) নামে এক যুবকের রেন্টি গাছ থেকে পড়ে নিহত হন৷  সে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের মৃত ইলিয়াছ মোল্যার ছেলে।

আজ রবিবার সকালের দিকে পার্শবতী মুকসুদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে রেন্টিগাছ থেকে পড়ে এই দূর্ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গাছ কাটার লেবার হিসেবে কাজ করে আসছেন যদুনন্দী গ্রামের জাকারিয়া মোল্যা। প্রতিদিনের ন্যায় রবিবার সকালে যদুনন্দী গ্রামের পাশে পাচুরিয়া গ্রামে একটি বাগানে লেবার হিসেবে রেন্টিগাছ কাটছিলেন জাকারিয়া। সকাল ১১ টার দিকে রেন্টি গাছের ঝাঁকিতে ছিটকে নিচে পড়ে যান তিনি। এসময় তার মাথা ফেটে যায়। তাকে মুকসুদপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিকালে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, ঘটনাটি সালথা উপজেলা পাশেই ঘটেছে। নিহতের বাড়ি যেহেতু এই উপজেলায়। তারপরও পুলিশ পাঠানো হয়েছে।

(এএন/এসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test