E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চুরি ও হারানো ৮৪ মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিল পুলিশ

২০২৫ মার্চ ১৬ ১৯:১২:৩৪
চুরি ও হারানো ৮৪ মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিল পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি : হারিয়ে যাওয়া ও চুরি-ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

আজ রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল বুঝিয়ে দেন।

এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক খালিদ হাসান ও সহকারী উপপরিদর্শক ইখলাচুর রহমান উপস্থিত ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয় ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

(একেএসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test