E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

২০২৫ মার্চ ১৬ ১৯:০৫:২৮
১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ১০ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ। আজ রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন  করেন। 

বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার তাহাজ্জত হোসেন, সদর উপজেলার সভাপতি মো.আব্দুল্লাহ আল মামুন সহ সকল উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় বক্তরা বলেন, শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূরী করণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের পূর্বেই ১০০ % উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। EFT সমস্যার দ্রুত সমাধানসহ ১০ দফা দাবি মানতে হবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। দাবি পূরণে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পরে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষক নেতৃবৃন্দ।

(এসএম/এসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test