E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা লুট, দুইজনকে গণপিটুনি 

২০২৫ মার্চ ১৬ ১৭:৪১:২৩
মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা লুট, দুইজনকে গণপিটুনি 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে সবাইকে অচেতন করে। পরে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাবার সময় দুইজনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী।

আজ রবিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। এছাড়াও এই ঘটনায় অসুস্থ অবস্থায় গৃহকর্তা ভুক্তভোগী গোলাম রহমান ফকির ও তার স্ত্রীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক দুইজন হলেন খুলনার ডুমুরিয়া উপজেলা হাসানপুর গ্রামের আক্কাস খাঁর ছেলে আমিন খাঁ (২৮) ও দিঘলিয়া এলাকার রুবেল মিয়া (৩৮)।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামের মৃত মমেন উদ্দিন ফকিরের ছেলে গোলাম রহমান ফকিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক। ধারণা করা হয় ঐ শ্রমিকরা শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইফতারির খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে বাড়ির লোকজন অচেতন হয়ে পড়েন। রবিবার ভোররাতে এই সুযোগে ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিসিনপত্র নিয়ে পালিয়ে যায় ঐ শ্রমিকরা। সেহরি শেষে নামাজ পড়তে বের হন প্রতিবেশিরা। এসময় গোলাম রহমান ফকিরের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। তখন ভেতরে ঢুকে বাড়ির তাদের অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এসময় বাড়ির রাজমিস্ত্রিদের দেখতে পান না। তাই প্রতিবেশীরা শ্রমিকদের খুজতে থাকেন। মোটরসাইকেল নিয়ে তল্লাসী শুরু করেন। এক পর্যায়ে পাশের হাজমকান্দি গ্রাম থেকে ইজিবাইকে করে পালিয়ে যাওয়ার সময় শ্রমিকদের আটকায়। পরে তাদের গণপিটুনী দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে আমিন খাঁ ও রুবেল মিয়াকে আটক করেন। পরে তাদের চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আটকদের কাছ থেকে পুলিশ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী গোলাম রহমান ফকির ও তার স্ত্রীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, গণপিটুনীতে আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অচেতন অবস্থায় আরো দুইজনকে ভর্তি করা হয়েছে। তাদের জ্ঞান ফিরেছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার পুলিশের হেফাজতে আছে। আটক দুইজন পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে ইরান নামে আরো একজন পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test