E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর  উদ্যোগে ফুড প্যাকেট বিতরণ

২০২৫ মার্চ ১৬ ১৫:১৪:১১
কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর  উদ্যোগে ফুড প্যাকেট বিতরণ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়েক শত অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে  ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা সদর ও রায়েদ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা কামিল মাদরাসা মাঠে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আলাউদ্দিন, বারিষাব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুর রহমান, রায়েদ ইউনিয়ন সভাপতি মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিতরণ করা ফুড প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি আলু, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

(এসকেডি/এএস/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test