E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটালীপাড়ার আলোচিত হত্যা ও ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার

২০২৫ মার্চ ১৫ ২০:০৮:০০
কোটালীপাড়ার আলোচিত হত্যা ও ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের আলোচিত পিয়াস মজুমদার (২২) হত্যা ও ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে সামিউল শেখ, মোঃ মোরশেদ ওরফে কামাল এবং শওকত ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ। কোটালীপাড়া ও বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে পুলিশ লুন্ঠিত ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের সবার বাড়ি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

গোপালগঞ্জে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান আজ শনিবার বিকেলে প্রেসব্রিফিং করে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের বিষয়টি জানান।

এসময় এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, মুহাম্মদ সরোয়ার হোসেন, আবু সালেহ মোঃ আনছার উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান, কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ মর্চ) কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়।

হত্যা ও ডাকাতির ঘটনায় ওই দিনই পল মজুমদার খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

পল মজুমদার খোকন একজন দন্ত চিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(টিবি/এসপি/মার্চ ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test