E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্লেড দিয়ে নারীর চুল কেটে নির্যাতন  

২০২৫ মার্চ ১৫ ১৯:০৯:৩০
ব্লেড দিয়ে নারীর চুল কেটে নির্যাতন  

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে ৩৫ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক আটকিয়ে  মাথার চুল কেটে দিয়ে এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তাবিজ–কবজ (জাদু টোটকা) নগদ টাকা আত্তসাত করার চেষ্টা করে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারীকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে অভিযুক্ত বিকাশ বেপারীর বাড়িতে নিয়ে বুধবার ভোরে ভুক্তভোগীর মাথার চুল ব্লেড নিয়ে কাটা হয় ও শারীরিক ভাবে জখম করা হয়। 

ভুক্তভোগী নারী জানান, মুল হোতা বিকাশ বেপারী ও বাসু বাড়ৈর হুকুমে খিরত বাড়ৈ, অসিত বৈরাগী ও ইতি গাইন মাথার চুল ব্লেড দিয়ে কেটে ফেলে।

ভুক্তভোগী আরোও জানান, প্রায় কয়েকঘন্টা বদ্ধ ঘরে আটকে রেখে মারধর ও জখম করার করে। পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে তার নিজ বাড়িতে দিয়ে আসে ও বলে তুমি এলাকা ছেড়ে অন্য কোথায়ও চলে যাও।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারী ও বিকাশ বেপারীর মেয়ে কলেজ পড়ুয়া ছাত্রী বৃষ্টি বেপারীর মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে, ওই সম্পর্কের জেরে বৃষ্টি ৫০ লাখ টাকা ভুক্তভোগীর বাড়িতে লুকিয়ে রাখে চলে গেছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে ও ওই ছাত্রী নিখোঁজ হলে বিকাশসহ তার সহযোগীরা ভুক্তভোগীকে তুলে নিয়ে এ ঘটনা ঘটায়। আর ওই ৫০ লাখ টাকা ভুক্তভোগীর বাড়ি থেকে বিকাশ উদ্ধার করে।

এ ঘটনায় অভিযুক্ত বিকাশ বেপারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার বৃদ্ধা বাবা বলে বিকাশ ঢাকায় চলে গেছে। তবে তার আরেক মেয়ে স্কুল ছাত্রী বৈশাখী বেপারী জানান, এ ঘটনা আমি শুনছি আমার মা ডাক্তার দেখাতে টেকেরহাট গেছে ও বাবা (বিকাশ বেপারী) বাড়িতে নেই।

ঘটনা প্রসঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার মুঠোফোন জানান, আমার বিষয়টি জানা নেই, ইউএনও কে জানাতে নির্দেশ দেন।

(বিকেডি/এসপি/মার্চ ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test