E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপুসল খাওয়ানোর পরিকল্পনা মসিকের

২০২৫ মার্চ ১৫ ১৭:৪৪:২৫
৬৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপুসল খাওয়ানোর পরিকল্পনা মসিকের

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ৬৮ হাজার ৩৯২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপুসল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) উদ‍্যোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব সুমনা আল মজীদ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে. দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ মোঃ সিরাজুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সুপারভাইজার মোঃ আব্দুর রহমান, টিকাদান সুপারভাইজার মাসুম মিয়া ও বুদ্ধদেব ঘোষ, টিকাদানকারী কর্মী শাকিলা আক্তার ও শিল্পী রানী সরকারসহ সাংবাদিক ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

মসিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইপিআই, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, কৃমি নিয়ন্ত্রণ ইত্যাদি সকল কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সকল প্রস্তুতি রয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এনজিও এ কার্যক্রম বাস্তাবায়নে কাজ করছে। এছাড়াও ক্যাম্পেইন উপলক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সুস্থতার জন্যই ভিটামিন-এ প্রয়োজন। আমাদের খাদ্যাভাসের মাধ্যমে ভিটামিন-এ গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।

এ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২৪০ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫৬৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৮২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে।

(এনআরকে/এসপি/মার্চ ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test