E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কালীগঞ্জে সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন 

২০২৫ মার্চ ১৪ ১৯:১৯:১২
কালীগঞ্জে সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাইফুল ইসলাম ওরফে সামাদ নামে ১৪ বছরের এক কিশোরকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর দুটোর সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নবাসীর আয়োজনে ইন্দ্রনগর সেড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুল্লাহ মোল্লা, শেখ আবু বক্কর, শিক্ষক আলমগীর হোসেন বাবু, ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক, রেজাউল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, শেখ, মুস্তাফিজুর রহমান সজল এবং তরিকুল ইসলাম তানজি প্রমূখ।

বক্তারা বলেন, ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত শরিফুল ইসলাম ওরফে অমিত কর্তৃক গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলায় ছুরি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা চালায়। উক্ত ঘটনা দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ কর্মসূচির হুমকি ঘোষণা করা হয়।

প্রসঙ্গতঃ ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের শিশু পুত্র সাইফুল ইসলাম ওরফে সালাম এবং একই গ্রামের রেজাউল পাড়ের মাদকাসক্ত পুত্র শরিফুল ইসলাম ওরফে অমিত দু,জন গত কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। দু,জনের পূর্ব শত্রুতা ও মনোমালিন্যের জের ধরে গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্দ্র নগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে ফেলে সাইফুল ইসলাম ওরফে সামাদকে প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে। ঐ সময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমান সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক বাদী হয়ে গত ১২ মার্চ বুধবার কালিগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করে। উক্ত মামলায় ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে ইন্দ্রনগর গ্রামের রহিম বক্স ও পাড়ের পুত্র আব্দুর রউফ ওরফে রফুকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়াও মামলার অন্যতম মুল আসামি শরিফুল ইসলাম ওরফে অমিতকে গতকাল শুক্রবার বেলা দেড়টার সময় নলতা হাটখোলা হতে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে পুলিশ এ পর্যন্ত মোট ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ মামলার অন্যান্য আসামিরা হলো ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের পুত্র রেজাউল পাড় এবং তার পুত্র জনি। আসামি ২ জনের গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test