E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক ৩

২০২৫ মার্চ ১৪ ১৮:৪২:৩৯
শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকা হতে নেশাগ্রস্থ অবস্থায় ডাকাতের প্রস্তুতি কালে তিন যুবককে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের গফফার গাজীর ছেলে লিটন হোসেন (৩০), একই ইউনিয়নের শিব চন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে আবির হাসান আশিক ও উপজেলা সদরের ইসমাইলপুর গ্রামের আবুবক্কর সরদারের ছেলে সাগর হোসেন।

বুধবার রাতে নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকা হতে নেশা গ্রস্থ অবস্থায় তিন যুবককে আটক করে কালীগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী। এবং তাদের তল্লাশি করে ঘটনাস্থল থেকে ০১টি চাকু, ০২টি ইয়াবা সেবনের পাইপ, ০৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ০৪টি লাইটার ফাইটার মেস, ০২ ইঞ্চি ফুয়েল পেপার ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। লিটনের ফোন চেক করে ০৫ আগস্ট শ্যামনগর থানা লুটের নাইন এমএম অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। তিনজনকে আটক করে কালীগঞ্জ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন সেনাবাহিনী কালীগঞ্জ ক্যাম্পের মেজর ফাহিম (৩৭ বীর)।

জানাযায়, লিটন মার্ডার মামলা, অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি। সে কানাই কাটি ও নৈকাটি ঘাট নিয়ন্ত্রন করে ধুর পাচার, মাদকদ্রব্য, গলদা রেনু ও কেমো আনার কাজ করেন। এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মোল্লা বলেন, সেনাবাহিনী তিনজনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

(আরকে/এসপি/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test