E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কোস্টগার্ডের অভিজানে চোরাইকৃত কাঠসহ আটক ১০

২০২৫ মার্চ ১৪ ১৪:৪৯:১৬
কোস্টগার্ডের অভিজানে চোরাইকৃত কাঠসহ আটক ১০

স্টাফ রিপোর্টার : গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা নদীর সুন্দরবন হতে চোরাইকৃত গেওয়া ও গরান কাঠসহ ১০জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা নদীর জেমিনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ৩টি কাঠের বড় নৌকা তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গরান কাঠ জব্দ করা হয়।

অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে ৩টি বড় নৌকাসহ আটক করে।

তিনি আরো বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

(এসকে/এএস/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test