E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কোস্টগার্ডের অভিজানে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫

২০২৫ মার্চ ১৪ ১৪:৪৪:১৭
কোস্টগার্ডের অভিজানে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫

স্টাফ রিপোর্টার : পূর্ব-সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচজন চোরাশিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গত বুধবার (১২ মার্চ) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীন বিসিজি আউটপোস্ট নলিয়ান জোনের সদস্যরা সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকা তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ পাঁচজন শিকারীকে আটক করা হয়।

আটক হওয়া শিকারীরা হলেন মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, বলেও জানান এ কর্মকর্তা।

(এসকে/এএস/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test