E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এম এম কলেজে মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের ৫৪০তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উদযাপন

২০২৫ মার্চ ১৪ ১৪:৪১:৪৮
এম এম কলেজে মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের ৫৪০তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উদযাপন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের ৫৪০তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা।

শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে দোল উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার সভাপতি দীপাংকর দাস রতন। আরও উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অলোক বসু, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক নীতিশচন্দ্র কর্মকার, এবং সনাতনী বিদ্যার্থী সংসদ যশোর জেলার সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম এম কলেজ সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি গণেশ। শিক্ষার্থীদের পক্ষে সংগঠনের সাবেক সহ-সভাপতি তনুশ্রী সাহা বক্তব্য রাখেন।

বক্তারা শ্রী চৈতন্যদেবের জীবন ও দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, তিনি ভক্তিবাদের প্রচার করে সমাজে প্রেম, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।

তারা আরও বলেন, দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি ভালোবাসা, ভক্তি ও মানবতার প্রতীক।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। যেখানে শিক্ষার্থীরা রঙের আবীর মেখে ভক্তিগীতির সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন।

(এসএমএ/এএস/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test