E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধর্ষণ, নিপীড়ন ও নারী সহিংসতায় জড়িতদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

২০২৫ মার্চ ১৩ ১৮:৫৭:৩৩
ধর্ষণ, নিপীড়ন ও নারী সহিংসতায় জড়িতদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ধর্ষণ, নিপীড়ন, মব আক্রমণ সহ নারীর প্রতি সর ধরনের সহিংসতা প্রতিরোধ ও নিপীড়ন কারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের সহযোগিতায় ও নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁও সদর উপজেলা যুব ফোরামের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যপি এ কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য দেন নাগরিক প্লাটফর্মের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, সদস্য জিন্নাতুন নাহার লিলি, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার ইকবাল ফিরোজ প্রতিক, আলপনা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ সুবর্ণ প্রমুখ। এসময় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা সারা দেশের নারীর প্রতি যে সহিংসতা চলছে তার তীব্র প্রতিবাদ জানান। ধর্ষণে নারীর পোষাককে দায়ী করে ধর্ষণকারীদের বৈধতা দেবার ফতোয়া দানকারী দোষীদেরও আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

(এফআর/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test