E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত 

২০২৫ মার্চ ১৩ ১৭:২৪:৫৫
নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে দুই পক্ষের সংঘর্ষে আকরাম শেখ (৪০) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-জয়নগর গ্রামের পিরু ও আনসার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পিরু গ্রুপের আকরাম শেখকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে এঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

(আরএম/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test