E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

২০২৫ মার্চ ১৩ ১৫:৫০:০০
গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ মার্চ  সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান গোপালগঞ্জ সিভিল সার্জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক।

এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ টি ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ টি শিশুকে অর্থাৎ মোট ১ লাখ ৭৯ হাজার ১০৩ টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে সদর উপজেলায় ৩১ হাজার , কাশিয়ানীতে ৪১ হাজার , কোটালীপাড়ায় ৩০ হাজার ৫৭৩ , মুকসুদপুরে ৪৯ হাজার ৯৩৭ , টুঙ্গিপাড়ায় ১৬ হাজার ৩শ’ ও গোপালগঞ্জ পৌরসভায় ১০ হাজার ২৯৩ টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১৬টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসের সঞ্চলনায় এ আলোচনা সভায় জেলা ইপিআই সুপারেনটেডেন্ট দিপক রঞ্জন সরকারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test