E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

তালায় মামলা তুলে নিতে রাজী না হওয়ায় বাদিকে পিটিয়ে ও কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

২০২৫ মার্চ ১২ ২২:৪২:৫৮
তালায় মামলা তুলে নিতে রাজী না হওয়ায় বাদিকে পিটিয়ে ও কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি জবরদখল করতে হামলা ,ভাংচুর , মারপিট ও লুটপাট করায় দায়েরকৃত মামলা তুলে নিতে রাজী না হওয়ায় আবারো জমির ঘেরা ভাংচুর ও বাড়িতে লুটপাট চালিয়ে বাদিকে পিটিয়ে জখম করা হয়েছে। গত ২ মার্চ দুপুরে এ ঘটনা ঘটার পর গত মঙ্গলবার রাতে দায়েরকৃত মামলার প্রধান আসামী ব্যবসায়ি মৃত্যুঞ্জয় দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে সাতক্ষীরার তালা উপজেলা সদরের কলেজ রোডের নিজ ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় মন্ডল তালা উপজেলার গোপালপুর গ্রামের রামপদ দত্তের ছেলে।
তালা উপজেলার গোপালপুর গ্রামের ভক্তলাল বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস জানান, ১৯৯৪ সালে রামপদ দত্ত এর স্ত্রী স্বরস্বতী দত্ত এর কাছ থেকে ৪৪২ ও ৪৫২ দাগের সাত শতক জমি কেনেন তারা। ওই দাগে আরো ১৮ শতক জমি অন্যত্র বিক্রি করে দেন সরস্বতী দত্ত। পরবর্তীতে তাদের (শামল) সাত শতক জমি নতুন করে জবর দখল করার পায়তারা শুরু করেন রামপদ দত্ত ও তার ছেলেরা। এ নিয়ে তাদেরকে কয়েক দফায় মারপিট করা হয়েছে। ঘেরা ভেঙে ও কেটে দিয়ে জমি দখলেল চেষ্টা করা হয়েছে। একপর্যায়ে ২০২৩ সালের মে মাসে তাকে ও তার ভাই সত্যরঞ্জন বিশ্বাসসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে রামপদ দত্ত, তার ছেলে ও ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় তিনি বাদি হয়ে রামপদ দত্তসহ পাঁচজনের নামে সাতক্ষীরার আমলী -৩ নং আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় রায়ের জন্য গত ৪ মার্চ ধার্য দিন ছিল চতুর্থ আমলী আদালতে।

শ্যামল বিশ্বাস আরো জানান, মামলার রায় বিপক্ষে যাবে বুঝতে পেরে রামপদ দত্ত ও তার ছেলেরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছিল। মামলা তুলে নিতে রাজী না হওয়ায় গত ২ মার্চ দুপুর দেড়টার দিকে মৃত্যুঞ্জয় দত্তের নেতৃত্বে তার ভাই অজয় দত্ত, বাবা রামপদ দত্ত, বিষ্ণুপদ দত্তের ছেলে সঞ্জয় দত্ত ও বিদ্যুৎ দত্ত এবং পরিতোষ রাহার ছেলে তারক রাহা তাদের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা ঘেরা কেটে জমি জবরদখল ও বাড়িতে লুটপাট চালানোর একপর্যায়ে তিনি বাধা দেন। এতে ক্ষুব্ধ হামলাকারিরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রথমে তিনি ৩ মার্চ থানায় অভিযোগ করেন। বিষয়টি নিয়ে পুলিশ উভয়পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।পরে ১১মার্চ থানায় মৃত্যুঞ্জয় দত্তসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

তবে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, রামপদ দত্ত তার স্ত্রীকে ১৯৯২ সালে পিটিয়ে হত্যার পর লাশের গলায় জলভর্তি কলসি বেঁধে কপোতাক্ষ নদে ডুবিয়ে দেন। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক বুলবুল কবীর জানান, শ্যামল বিশ্বাসের দায়েরকৃত মামলার প্রধান আসামী মৃত্যুঞ্জয় দত্তকে বুধবার রাত সাড়ে আটটার দিকে তার উপজেলার সদরের কলেজ রোডে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মৃত্যুঞ্জয় গ্রেপ্তারের খবর পেয়ে অন্য আসামীরা আত্মগোপন করে। মৃত্যুঞ্জয়কে বৃহষ্পতিবার আদালতে পাঠানো হবে।

(আরকে/এএস/মার্চ ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test