E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাশার হত্যা মামলায় শুটার রানা গ্রেপ্তার

২০২৫ মার্চ ১২ ১৭:০৯:৩৪
বাশার হত্যা মামলায় শুটার রানা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে দিনমজুর আবুল বাশারকে (৫০) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তার রানা ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন, পটুয়াখালীর মহিপুর থানার লেবুবন এলাকা থেকে শুটার রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত রানা ওরফে শুটার রানাসহ মামলার অন্যান্য আসামিরা পরস্পর যোগাসাজশে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরধরে দিনমজুর আবুল বাশারকে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের একটি রাস্তার ওপর ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে পরেরদিন ৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানিয়েছেন, হত্যাকান্ডের পর আসামিরা আত্মগোপন করে। পরে বিষয়টি র‌্যাব-৮ এর নজরে আসলে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবরে একটি অধিযানপত্র প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা মামলার প্রধান আসামি রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান পরিচালনা করে মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

(টিবি/এসপি/মার্চ ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test