E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড়ে ধর্ষণ সংহিতার বিরুদ্ধে মানববন্ধন

২০২৫ মার্চ ১১ ২০:২৫:৪৭
পঞ্চগড়ে ধর্ষণ সংহিতার বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সংহিংসতা, মাগুড়ায় ৮ বছরের এক শিশু ধর্ষণসহ সকল প্রকার ধর্ষণের বিরুদ্ধে পঞ্চগড় শহীদ মিনার সামনে ঢাকা তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন করেছে পঞ্চগড় ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্প জেলা নাগরিক প্লাটফর্ম নামক  একটি বেসরকারি প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দীন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম, ডুডুমারীর নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দীন, আস্থা প্রকল্পের সমন্বয়কারী মো. নাহিদ ইসলাম, পঞ্চগড় জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাকির হোসেনসহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাগণ।

মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে বা ঘটার উপক্রম হলে ১০৯ নম্বরে কল করে অভিযোগ করা, যেকোন সংহিংসতা বা জরুরি তথ্য প্রদানে ৯৯৯ নম্বরে জানানো, নিকটস্থ থানায় যোগাযোগ, উপজেলা প্রশাসনকে অবহিত করার পরার্মশও দেন তাঁরা। তবে কোনক্রমেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি জোর আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ করে।

(আরএআর/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test