E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নাটোরে সাবেক এসপি জেল হাজতে, সাংবাদিকদের ওপর চড়াও

২০২৫ মার্চ ১১ ২০:০৭:৪৭
নাটোরে সাবেক এসপি জেল হাজতে, সাংবাদিকদের ওপর চড়াও

অমর ডি কস্তা, নাটোর : নাটোরে নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত ময়মনসিংহের সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন। এদিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে সাবেক ওই এসপি এসএম ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন নামঞ্জুর আদেশের পর কোর্ট পুলিশ তাকে হাজতে না রেখে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসতে দেয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে জেলা কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করা হলে সাংবাদিকরা তার ছবি ও ভিডিও নিতে থাকে। এতে তিনি উত্তেজিত হয়ে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সন ওপর চড়াও হন।

এখন টেলিভিশনের ক্যামেরাপার্সন জাহিদুল ইসলাম সুমন বলেন, আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা ভিডিও নিচ্ছিলাম। এ সময় আসামি আমাদের ওপর অতর্কিত হামলা করে ক্যামেরা ভাঙার চেষ্টাও করেন। ক্যামেরা রক্ষা করতে গিয়ে আমাদের হাতেও আঘাত লাগে।

যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, একজন আসামির দ্বারা কোর্ট চত্বরে গণমাধ্যমকর্মীদের হামলার শিকার হওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। তিনজন ক্যামেরাপার্সন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন আসামিকে যেভাবে নেওয়া দরকার সেইভাবে যদি হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে আসামি এই হামলা করার সুযোগ পেতো না।

(এডিকে/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test