E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ 

২০২৫ মার্চ ১১ ১৯:৫১:৪৯
পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ 

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মো: শফিকুল ইসলাম (৪০), স্ত্রী সিমা খাতুন (৩০) ও ছেলে শাকিবুল ইসলাম (১২)।

আজ মঙ্গলবার সকালে আহত মো: শফিকুল ইসলাম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, বাদীর আপন ভাই মো: শহিদ বিশ্বাস (৩৫), মো: জাকির হোসেন বিশ্বাস (৫০) ও মো: নাসির হোসেন বিশ্বাস ওরফে দুলাল (৫৫), ভাবি মোছা: মাজেদা বেগম (৩৫), লুৎফা বেগম (৪৫) ও মোছা: জাকিরন বেগম (৪৫), ভাতিজা মারুফ বিশ্বাস (১৭)।

ঘটনা সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা সম্পর্কে আপন ভাই, ভাবি ও ভাতিজা। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বিবাদীরা বাদীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বিবাদীরা প্রথমে বাদী শফিকুল ইসলাম কে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তাকে বাচাতে স্ত্রী সিমা খাতুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে ছেলে শাকিবুল ইসলাম আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট ও জখম করে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলা কারীরা চলে যায়। প্রতিবেশীরা পরে তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মো: শফিকুল ইসলাম বলেন, আমার ভাইদের সাথে দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। গতকাল তারা আমার বাড়ি এসে আমরা পরিবারের সবাইকে মারপিট করে আমার বিদেশ যাওয়ার ২ লক্ষ টাকা ও ২ লক্ষ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। এখন তারা বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। আমি থানায় লিখত অভিযোগ দিয়েছি।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test