E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

২০২৫ মার্চ ১১ ১৯:১৭:০০
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

কাজী নজরুর ইসলাম, শরীয়তপুর : মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা।

এসময় শরীয়তপুর জেলা মহিলা দলের সিনিয়র সদস্য শাহানা পারভীন, সহ-সভাপতি নুর জাহান বেগম, সহ-সভাপতি শিরিন মাহমুদ, প্রচার সম্পাদক শাহিদা আক্তার, শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মহিলা দল নেত্রী পারভীন আক্তার, ভেদরগঞ্জ উপজেলা সদস্য সচিব জিয়াসমিন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, নড়িয়া পৌরসভার আহবায়ক শাহানাজ আক্তার, যুগ্ম আহ্বায়ক সেলিনা বেগম, জাজিরা উপজেলার সদস্য সচিব লিমা মাহমুদ, সদর উপজেলার নেত্রী সালমা আক্তার সহ জেলা, উপজেলা ও পৌরসভা মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা আছিয়ার ধর্ষণকারীদের ফাঁসি দেখতে চাই। এসব নরপশুদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়াও উপদেষ্টাদের কাছে নারী, শিশু ও জনগণের নিরাপত্তা চাই।

(কেএনআই/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test