E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঝিনাইদহে জামায়াতের নারী নেত্রীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারী সমাবেশ

২০২৫ মার্চ ১১ ১৯:০৭:৩৫
ঝিনাইদহে জামায়াতের নারী নেত্রীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারী সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামের মহেশপুর উপজেলা শাখা। 

সে সময় উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসেন।

এছাড়াও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নারী সমাবেশে বক্তাগণ নারী নেত্রীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কেউ যাতে আইন হাতে তুলে না নেয় এবং সন্ত্রাসীরা নিজেদের মধ্যে মারামারি করে জামায়াতের উপরে যেন দায় চাপিয়ে না দিতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান করেন।

প্রসঙ্গত, গত ৯ মার্চ কুল্লাপাড়া গ্রামে জামায়াতের কর্মীসভায় নারী নেত্রীসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর রোকন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

(এসআই/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test