E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি কর্মী গ্রেফতার

২০২৫ মার্চ ১১ ১৮:৪৭:১৫
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি কর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় সোহেল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল হোসেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী।

জানা গেছে, গত ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে মহেশপুর উপজেলা জামায়াতের নারী সদস্যরা সভার আয়োজন করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে ওই সভার আয়োজন করা হয়। সভা চলার সময় স্থানীয় হায়াত আলীর ছেলে ঝুমুর (৫০), ওমর আলীর ছেলে আল-আমিন (৪০), সোহেল (৩৫), আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (৫০) ও ফকির মিয়ার ছেলে আশরাফুলের (৩৫) নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এ সময় হামলাকারীরা জামায়াতের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ওই ঘটনায় পরদিন রোববার হাসিনা খাতুন নামে জামায়াতের এক নারী কর্মী বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় আল আমিন, ঝুমুর, সোহেল ও সাহেব আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। হাসিনা খাতুন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নারী জামায়াতের সদস্য ও রুকন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল নামে একজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেফতার সোহেল বিএনপির সাধারণ কর্মী। অন্য আসামিরাও বিএনপিকর্মীর। তবে কারো কোনো রাজনৈতিক পদ-পদবি নেই বলে জেনেছি।

(এসআই/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test