E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কুষ্টিয়ায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

২০২৫ মার্চ ১১ ১৮:৪১:৩৩
কুষ্টিয়ায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতি।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে ইটভাটা মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিলটি করে।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কার্যালয় চত্বর।

এসময় ইটভাটা মালিক ও শ্রমিকরা বলেন, ইটভাটায় কাজ করে সংসার চালায়। ভাটা বন্ধ হলে এ অঞ্চলের বহু শ্রমিক বেকার হয়ে পড়বে, মানুষের রুটি রুজি নষ্ট হবে। এতে সমাজে অপরাধ বাড়বে। তাই পরিবেশের ছাড়পত্র পেতে পদ্ধতি সহজিকরণ, হয়রানিমূলক মোবাইল কোর্ট বন্ধ, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবীও জানান তারা।

পরে প্রশাসনের কাছে ভাটা মালিকদের পক্ষে থেকে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

সেখানে থেকে বেরিয়ে একই দাবীতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ভাটা মালিক ও শ্রমিকরা। এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচী তুলে নেন তারা।

কর্মসূচীতে কুষ্টিয়া জেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আলীসহ মালিক সমিতির নেতৃবৃন্দ ও ইটভাটায় কর্মরত নারী-পুরুষ শ্রমিকরা অংশ নেয়।

(এমজে/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test