E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে সর্বস্তরের জনগণের উদ্যোগে ‌মানববন্ধন বিক্ষোভ সমাবেশ 

২০২৫ মার্চ ১১ ১৮:৩৮:৩০
ফরিদপুরে সর্বস্তরের জনগণের উদ্যোগে ‌মানববন্ধন বিক্ষোভ সমাবেশ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও‌ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের বিচার,দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি ইয়াসিন কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান সজলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন‌ রুমন চৌধুরী আছিয়ার মা, শিলা আক্তার, শিক্ষার্থী কাজী জেবা তাসিন, তানিয়া আহমেদ, শাহীন বাসার, আহমাদুল্লাহ, উম্মে হাবিবা, কাজী রিয়াজ,এস এম নুর ইসলাম সহ ফরিদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, তনু থেকে আছিয়া পর্যন্ত সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে নারী সমাজ তথা আমাদের মা, বোন, স্ত্রী এবং কন্যারা কেউ নিরাপদ নয়। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া সকল ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে এবং ধর্ষককে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝোলাতে হবে।

বক্তারা আক্ষেপ করে বলেন ‌প্রশাসন ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলেও বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থায় ধর্ষকরা কোন না কোন ভাবে বেরিয়ে যাচ্ছে।

আর তাই অতি দ্রুততম সময়ের মধ্যে সকল ধর্ষণকাণ্ডের বিচার করতে হবে তা না হলে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বিচার ব্যবস্থায় ধর্ষককে যদি সর্বোচ্চ শাস্তি না দেয়া হয় তবে তাকে জনগণের হাতে তুলে দেয়া হোক, জনগণই ধর্ষকের প্রকৃত বিচার করবে।

বক্তারা আইনজীবী ধর্ষকের পক্ষে আদালত না দাঁড়ানোর জন্য আহ্বান করেন। বক্তারা বলেন, ধর্ষণের কাজে জড়িত প্রভাবশালী যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে।

বক্তারা বলেন, আছিয়ার ধর্ষক তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে এবং মামলা তুলে নিতে বলছে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানানো হয়।এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়।

ধর্ষণের বিচারে অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পন্ন করতে হবে। তিনদিনের মধ্যে আছিয়াকে ধর্ষক ব্যক্তির বিচার নিষ্পন্ন করতে হবে।

(ডিসি/এসপি/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test