E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ও প্রেসক্লাবের নবনির্বাচিতদের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু

২০২৫ মার্চ ১১ ১৪:১০:১৭
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ও প্রেসক্লাবের নবনির্বাচিতদের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নের্তৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের রেলগেটস্থ জাকারিয়া এন্টারপ্রাইজে নবনির্বাচিতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শিল্প ও বণিক সমিতির নেতাদের উদ্দেশ্যে জাকারিয়া পিন্টু বলেন, যে কোন প্রয়োজনে এবং সকল প্রকার সহযোগিতা দিতে আমি সবসময় প্রস্তুত। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার পাশাপাশি ঈদের বাজারে যেসব মা ও বোনেরা আসবে তাদেরও সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তাদানের জন্য যদি লোকবল প্রয়োজন হয় তাহলে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা এই সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছি। কমিটির নেতাদের ধৈয্যশীল হয়ে বুদ্ধিমত্তার সাথে বাজারের সমস্যার সমাধানের আহব্বান জানিয়ে পিন্টু বলেন,বাজারের সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা দেখতে হবে। যদি কোথায়ও লিকেজ থাকে তাহলে আমি আর্থিকভাবেও সহযোগিতা করব।

শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি নান্নু রহমানের নের্তৃত্বে এসময় সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, সাধারণ গ্রুপের নির্বাহী সদস্য আসাদুজ্জামান আশা, আবু সাঈদ লিটন, আবুল কালাম আজাদ, সাঈফ হাসান সেলিম, মাসুম পারভেজ কল্লোল, রবিউল আউয়াল সজিব, শাহ্ নেওয়াজ তারেক পল, সহযোগী গ্রুপের সদস্য সেলিম আহমেদ, আকরাম হোসেন বাবু, ওহিদুজ্জামান মিন্টু, রাজেশ কুমার সরাফ ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পরে ঈশ্বরদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান জাকারিয়া পিন্টু। এসময় সভাপতি আজিজুর রহমান শাহীন, সহ-সভাপতি সুমার খান, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, মহিদুল ইসলাম, ওহিদুজ্জামান টিপু, রেজাউল করিম ফেরদৌস, রিফাজ বিশ্বাস লালনসহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test