E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

২০২৫ মার্চ ১১ ১৩:৫৯:২৪
পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে গিমাডাঙ্গা বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন লিংকন। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে টুঙ্গিপাড়া খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(টিবি/এএস/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test