E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কানাইপুরে শিশুর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

২০২৫ মার্চ ১১ ১৩:৫৫:১৪
কানাইপুরে শিশুর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে সংস্কার সমাজ কল্যাণ সংঘ ও স্টার লিডার একাডেমির উদ্যোগে দেশব্যাপী শিশুদের ওপর যৌন নিপীড়ন, নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় কানাইপুর স্টার লিডার একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিষ্ঠানের পরিচালক সানজাউর রহমতের পরিচালনায় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসীর সাথে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বর্তমান সময় পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনাটি সমগ্র বাংলাদেশে বেড়ে চলেছে কিনা বা এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা ক্ষতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সাম্প্রতিক সময় কানাইপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানও অবিলম্বে সারা দেশে ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান।

তারা বলেন, ধর্ষণ ইস্যূতে প্রশাসন আরও দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান। বিচার ব্যবস্থার ফাক ফোকরের কারণেই ধর্ষকরা জামিনে বেড়িয়ে যাচ্ছে বলেও জানানো হয় ওই মানববন্ধন থেকে। তারা আরো বলেন, সন্তানদের পাশা পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে ও ধর্ষকের বিরুদ্ধে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবক ও শিক্ষার্থীরা শিশু নির্যাতন, সহিংসতা, যৌন নিপিড়ন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন,প্লেকার্ড ব্যবহার করতে দেখা যায়।

(আরআর/এএস/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test