E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

১০ বছর পর দেশে ফিরলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হাবিব

২০২৫ মার্চ ১০ ২৩:৩৮:৫৯
১০ বছর পর দেশে ফিরলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হাবিব

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরলেন যুক্তরাষ্ট্র ওয়াইও বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব। সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া ফুটবল খেলার মাঠে হেলিকপ্টার যোগে তার জন্মভূমি শলিয়া গ্রামে পা রাখেন তিনি।

এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ফরিদুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, ছাত্রদল নেতা রুবেল রানা প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিবুল হাসান হাবিব বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্যাতনের কারণে জন্ম ভূমিতে আসতে পারি নাই। ১০ বছর আগে একবার দেশে আসলেও আমার নিজ গ্রাম পা রাখতে পারি নাই আমি। আজ শান্তিমত দেশে আসলাম। সবাই মিলেমিশে রাজনীতি করতে চাই।

তিনি আরো বলেন, আমি কোন নির্বাচন করবো না। দলের প্রার্থীকে জয়যুক্ত করতে সকলের সাথে কাজ করবো।

(এএনএইচ/এএস/মার্চ ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test