E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০২৫ মার্চ ১০ ১৯:৫৩:৩১
গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : “দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের কো-আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত প্রমূখ।

(টিবি/এসপি/মার্চ ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test