E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরনদীতে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৯

২০২৫ মার্চ ১০ ১৯:৪৪:২০
গৌরনদীতে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৯

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাস্তায় বালুর ট্রাক ঢোকানাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে দুই দফা হামলা-পাল্টা হামলায় ছাত্র ও যুবদলের ছয়জন আহত ও দোকানপাট ভাঙচুর-লুটপাট করা হয়েছে। এরমধ্যে দুইজনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।

হামলায় আহতরা হলেন- যুবদল কর্মী ফারুক সরদার, রাসেল হাওলাদার, সুজন মুন্সী, রাসেল খন্দকার, হাসান, ছাত্রদল কর্মী কাইউম হাওলাদার। অপরপক্ষের ছাত্রদল কর্মী হৃদয় সরদার, যুবদল কর্মী বেল্লাল হোসেন, আরমান। আহতরা উভয়ে সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থক বলে জানা গেছে।

হামলায় আহত যুবদল নেতা রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, সোমবার সকালে আমাদের একটি বালুর ট্রাক মাহিলাড়া থেকে নলচিড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মাহিলাড়া লালপুল নামক এলাকায় ট্রাক থামিয়ে চাঁদা দাবী করে ট্রাকের চাবী নিয়ে যায় হৃদয় সরদার ও তার সহযোগীরা। খবরপেয়ে যুবদল কর্মী রাসেল খন্দকার, সুজন মুন্সীকে নিয়ে সেখানে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। পরে এবিষয়ে থানায় অভিযোগ দিয়ে অন্যান্য যুবদল-ছাত্রদল কর্মীদের নিয়ে মাহিলাড়া বাজারে যাই।

এসময় যুবদল নেতা সবুজ সিকদার ও তার সহযোগীদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে আহত করে। এরমধ্যে ফারুক ও আমি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদল নেতা সবুজ সিকদার অভিযোগ করে বলেন, সকালে মাহিলাড়া-নলচিড়া সড়কে বালু বোঝাই ট্রাক ঢোকানোর সময় ছাত্রদল কর্মী হৃদয় সরদারের মোটর সাইকেলের সঙ্ঘে ট্রাকের সংষর্ঘ হয়। এতে হৃদয় আহত হয়। এসময় ভারী ট্রাক রাস্তায় কেন ঢোকানো হয়েছে তা ড্রাইভারের কাছে জানতে চাইলে হৃদয়ের ওপর ক্ষিপ্ত হয় ট্রাক ড্রাইভার।

এনিয়ে হৃদয়ের সাথে ড্রাইভারের কথাকাটাকাটির একপর্যায়ে যুবদল নেতা মনির, রাসেল, সুজন, মোয়াজ্জেম, কবির চোকদার সহ ১০/১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে ছাত্রদল কর্মী হৃদয়, যুবদল কর্মী বেল্লাল ও আরমানকে ব্যাপক মারধর করে। পরে দ্বিতীয় দফায় মাহিলাড়া বাজারে হৃদয় সরদারের ভ্যারাইটিজ দোকান ও বিএনপি কর্মী মুজাহার সন্যামতের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তিনি আরো বলেন, মাহিলাড়া হাট সরকারকে সর্বোচ্চ রাজস্ব দিয়ে আমার ভাই যুবদল নেতা শাহিন সিকদার সম্প্রতি ইজারা নেয়। হাট ইজারা নেওয়ার পর থেকে একটি গ্রুপ আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/মার্চ ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test