E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

২০২৫ মার্চ ০৯ ২৩:০৪:১০
ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীতে যুবলীগ নেতা ডাবলু মেম্বার (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) অভিযান পরিচালনা করে দাশুড়িয়া থেকে  তাকে গ্রেফতার করা হয়। সে দাশুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার জনৈক আলাউদ্দিন মন্ডলের পুত্র।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর-১২। এই মামলার সে এজাহার নামীয় আসামী। রবিবার ডাবলু মেম্বারকে আটক করে পাবনা আদলতে সোপর্দ করা হয়েছে।

(এসকেকে/এএস/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test