E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে’

২০২৫ মার্চ ০৯ ১৯:৫৮:৪৭
‘ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ‘ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে’ বলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা থেকে জানানো হয়েছে।

আজ রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত ‌পুলিশ সুপার (ডিএসবি) শেখ আব্দুল্লাহ বিন কালাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক অমিত বড়ুয়া, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারসহ ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা তুলে ধরে আলোচনা করা হয়।

‌সভায় বক্তারা বলেন, 'সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনায় বর্তমানে ফরিদপুরের অবস্থা তুলনামূলক ভালো উল্লেখ করে জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকা হচ্ছে বলেও জানানো হয়। রাতে টহল ডিউটি বাড়ানো, শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করার চেষ্টা করা, সড়ক দুর্ঘটনা চালকদের ডোপ টেস্ট, ফরিদপুর শহরের বাইরে থেকে আসা অটোরিক্সা ও ইজিবাইক গুলোকে নিয়ন্ত্রণ করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া ফরিদপুরের ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত চার লেনের কাজ দ্রুত শুরু করতে ভুমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়ার পাশাপাশি ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের মহিলা রোড অংশে সড়কের অবস্থা বেহাল দশা থেকে মুক্তি পেতে দ্রুত তা সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।

এছাড়া, মাদক নিয়ন্ত্রণে সকল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং, টিসিবি ও ওএমএস ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম অব্যাহত রাখা, অবৈধভাবে বালু উত্তোলন, অবৈধ ইটভাটা ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা এবং ফরিদপুরের হাজী শরীয়তউল্লাহ বাজার সংলগ্ন বেইলী ব্রীজটি খুব শীঘ্রই সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটি ওই সভায়।

(আরআর/এসপি/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test