E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক সহ দুইজন আটক

২০২৫ মার্চ ০৯ ১৯:৩৮:৪৮
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক সহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের খানপুর এলাকার ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সংগঠক জিদান হোসেন এবং তার সহযোগী ইকবাল হোসেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় জিদান হোসেন ছাত্রনেতার পরিচয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালের স্টাফদের বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছিলেন এবং নানা অনৈতিক সুবিধা আদায় করছিলেন। পাশাপাশি তিনি হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।আটকের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিদান হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করার ঘোষণা দেয়।

জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে জিদান হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ বাশার বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের মধ্যে একজন ছাত্র সংগঠনের নেতা বলে জানতে পেরেছি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, জিদান হোসেন ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং হাসপাতালে দালালিও করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(এনএস/এসপি/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test