E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মৎস্যজীবী দল নেতার অফিস বাড়িতে ভাঙচুর লুটপাট

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলীর একদিনের রিমাণ্ড মঞ্জুর

২০২৫ মার্চ ০৯ ১৯:৩১:৩৮
সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলীর একদিনের রিমাণ্ড মঞ্জুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়ন জাতীয়তাবাদি মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল সরদারের অফিস ও বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলীকে জিজ্ঞাসাবাদের  জন্য এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। 

আজ রবিবার সাতক্ষীরার আমলী-২য় আদালতের বিচারক মোছাঃ রাফিয়া সুলতানা মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহিতুর রহমানের ৫ দিনের রিমাণ্ড আবেদন শুনানি শেষে এ রিমাণ্ড মঞ্জুর করেন। অ্যাড. ওকালত আলী সাতক্ষীরা শহরের পলাশপোলের আতিয়ার রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার কুচপুকুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও আগরদাঁড়ি ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল সরদারের অফিসে টাঙানো বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা দেয়াল থেকে নামিয়ে ছিঁড়ে ফেলে পদদলিত করে। ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার বেশ কিছু চেয়ার ও টেবিল। পরে তারা বাড়িতে ঢুকে ড্রয়ার থেকে এক লাখ ৫৪ হাজার টাকা, দুই ভরি সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে অ্যাড. ওকালত আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ৭৬ জনের নাম উল্লেখসহ অপ্সাতনামা ১৫০ জনের নামে গত ২৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। এ মামলায় ৪ মার্চ রাতে অ্যাড. ওকালত আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহিতুর রহমান জানান, সোমবার আসামী ওকালত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য জেলখানা থেকে পুলিশ হেফাজতে আনা হবে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, ওকালত আলীকে ভোমরা এলাকার খলিল আহম্মেদ হত্যা মামলায় উল্টর কাটিয়ার জাফর আহম্মেদ এর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test