E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড়ে অবৈধ ভারতীয় নাগরিক আটক                

২০২৫ মার্চ ০৯ ১৪:২০:০২
পঞ্চগড়ে অবৈধ ভারতীয় নাগরিক আটক                

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার শেষ  সীমান্তের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগজ এলাকা থেকে সতীশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি)।

শনিবার সন্ধ্যা রাতে তাঁকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেছে থানা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন। আটক সতীশ রায়, ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দেবেন রায়।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির জানান,'গত ১৫-২০দিন আগে সতীশ রায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। সে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগজ এলাকায় দিনমজুরে কাজ করছিলেন।

গোপন সূত্রের ভিত্তিতে শনিবার সন্ধ্যা রাতে বিজিবি মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে টয়াগজ এলাকার রমজান আলীর বাড়ি থেকে আটক করেছে।ওইদিন রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।'

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সেকেন্ডে অফিসার আব্দুল মালেক জানান, 'সতীশ রায়ের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে অভিযোগ করে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ ৯মার্চ রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

(এআর/এএস/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test