E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে সহস্রাধিক ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

২০২৫ মার্চ ০৮ ১৯:৫৪:৩৭
রাজবাড়ীতে সহস্রাধিক ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় সহস্রাধিক ট্যাপেন্টাডল, এ্যাপাচি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ জাকির সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার (৩৩), নারায়নপুর (রেললাইন সংলগ্ন টাওয়ারের পাশে) মৃত কেসমত আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৫)।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় পাংশা থানার নারায়নপুর রেলষ্ট্রেশনের উত্তরপাশে সকাল-সন্ধ্যা নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর ও নারায়নপুর রেললাইন সংলগ্ন টাওয়ারের পাশে বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পাংশা থানা পুলিশ ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি লাল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, ১টি ৫ স্টার ব্যাটন মোবাইলসহ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, মোঃ নুরুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(একে/এসপি/মার্চ ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test