E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বালু ব্যবসার জের 

মাদারীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও তার ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা, আটক ৩

২০২৫ মার্চ ০৮ ১৯:৩৯:৪৪
মাদারীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও তার ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা, আটক ৩

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় আপন দুইভাইসহ তিনজন মারা গেছেন। এ সময় ৫টি বসতঘরে আগুন দেয়া হয়। এই ঘটনায় আরো ১০ আহত হয়েছেন। 

আজ শনিবার সকালের দিকে এই ঘটনা ঘটেছে। গুরুতর তিনজনকে ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) এবং তাদের চাচাতো ভাই মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকায় দীর্ঘদিন ধরে একই এলাকার কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। অপর আরেকপক্ষ একই এলাকার একই বংশের হোসেন সরদার ও স্থানীয় শাজাহান খা বালু উত্তোলন করে আসছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্ব›দ্ধ চলে আসছিলো। একে অপর পক্ষ বালু উত্তোলন করতে বাধা দেয়। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুল সরদারের উপর হামলা চালায় হোসেন সরদার ও শাজাহান খা এর লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে সাইফুলের বড়ভাই আতাউর সরদার, আরেক ভাই অলিল সরদার ও তার পরিবারের লোকজন এবং প্রতিবেশিরা এগিয়ে আসেন।

এসময় প্রাণ রক্ষা করতে তিন ভাই দৌড়ে মসজিদের মধ্যে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাদের টেনে হিচড়ে ও কোপাতে কোপাতে বাহিরে বের করে। এসময় প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কোপাতে থাকে। এই ঘটনায় ঘটনাস্থলেই আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার মারা যান। চাচাতো ভাই পলাশ সরদারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

এছাড়াও নিহতদের ভাই অলিল সরদার (২৮) ও আজিজুল হকের ছেলে তাজেল সরদার (২৫) গুরুতর আহত হন। তাদের প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আরো আহতরা হলেন নিহত সাইফুল সরদারের স্ত্রী সতি বেগম (২৫), নিহত আতাউর সরদারের স্ত্রী মাহমুদা বেগম (৩০), রোজিনা বেগম (৩৫) প্রমুখ। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

নিহতদের মা সুফিয়া বেগম কেদে কেদে বলেন, হোসেন সরদার ও শাজাহান খা এর লোকজন আমার দুই ছেলেকে হত্যা করেছে। আরেক ছেলের অবস্থাও গুরুতর। এই হত্যার বিচার চাই।

নিহতদের বোন হাফিজা বেগম কেদে কেদে বলেন, আমাদের সব শেষ করে দিলো। আমাদের বংশ শেষ করে দিলো। আল্লাহর ঘরে লুকিয়েও আমরা ভাইরা রক্ষা পেলোনা। তাদের আল্লাহর ঘর মসজিদের ভেতর থেকে বের করে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের বিচার আল্লাহই করবেন। হোসেন সরদার ও শাজাহান খা এর লোকজন আমাদের সব শেষ করে দিলো।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, এই ঘটনায় তিনজন মারা গেছেন। পলাশ সরদার নামে আরো একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে অভিযান চলমান আছে।

(এএসএ/এসপি/মার্চ ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test