E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে নানা অনুষ্ঠান

২০২৫ মার্চ ০৮ ১৯:২৯:৫০
ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে নানা অনুষ্ঠান

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : "সমতা, অধিকার নারী  ক্ষমতায়ন ও কণ্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরব ও বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রশিদের সভাপতিত্বে ও হোস্টেল মেট্রন মোছাঃ মঞ্জুয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ শহিদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ শহিদুল্লাহ বলেন, মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যাতে তারা ভবিষ্যৎ জীবনে একজন আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে বিশ্বে পরিচিত হতে পারে।

সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মোঃ মাহবুবুর রশিদ বলেন, প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষের সমতার লক্ষ্যেই ও নারী প্রতি সম্মান প্রদর্শনেই প্রতিবছর এই দিবস পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারী অধিকার রক্ষায় এই দিনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেসহ বিভিন্ন জায়গায় প্রতি বছর দিবসটি উদযাপন করা হয়। আমাদের দেশের গর্বিত মেয়েরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করছে বিধায় আমাদের দেশের নারীরা আজ এই খেতাব অর্জন করেছে।

এছাড়াও প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অফিস এপ্লিকেশন ট্রেডের প্রশিক্ষণার্থী আফিজা আঞ্জুম সারা, ড্রেসমেকিং ও টেইলরিং ট্রেডের প্রশিক্ষণার্থী শাহনাজ আক্তার, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষণার্থী জেসমিন আক্তার, হাউজ ফিনিং এন্ড কেয়ার গিভিংয়ের প্রশিক্ষণার্থী সীমা আক্তার। আলোচনা শেষে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়নে রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানে অংশগ্রহনকারী ১২০ জন।

প্রশিক্ষণার্থীর মধ্যে ২১ জন বিজয়ীদের মাঝে পুরষ্কৃত করা হয়। এসময় বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাহমুদা বেগমসহ অন্যান্য প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/মার্চ ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test